তারকা
তমাল সাহা

কী সুখ! কী সুখ!
আমি আজ আনন্দে উন্মুখ।
সামনে আমার
এত এত সুন্দর মুখ!

ভাগ্যিস ভোট বলে বস্তু ছিল!
জনসেবার কথা খুব মনে পড়েছিল!
আমার ইচ্ছে
এদের সবাইকেই দিই ভোট।
সব সুন্দর মুখই আমার পছন্দ।
কাকে ছেড়ে কাকে দেবো
হৃদয় উসখুস, মনে বড় ধন্দ!

সূন্দর হলে ভালোবাসা ছাড়া পায়
ডানে-বামে লাল- নীলসাদা- গেরুয়ায়
তুমিই বলো কি বা আসে যায়!

লেনিন সংসদকে বলেছিল খোঁয়াড়
আমার বাবা তো আরো গোঁয়ার–
সাংসদদের বলেছিল গোট।

তা যে যাই বলুক, এতসব সুন্দর মুখ
আমি একসাথে দেখিয়াছি
আবার কবে দেখিব এক জোট!
দেবোই আমি ইহাদের ভোট।
পারিলে পাশাপাশি দাঁড়ায়ে
দেখিব শ্রাবস্তীর কারুকার্য,কহিব কথা।
এমন সুযোগ পাইবো নাকি হাতের কাছে এসেছে নামিয়া আকাশের সব তারকা!