অবতক খবর,২২ আগস্ট: ভারত বাংলাদেশ সীমান্তে পাহারারত ৪৫ নম্বর BSF জওয়ানদের নিয়ে আজকের রাখি বন্ধন উৎসব পালিত করা হলো টিম তারাশঙ্কর চ্যারিটির পক্ষ থেকে কলাইবাড়ি ক্যাম্পে।
দেশের সুরক্ষার জন্য নিজের পরিবার আত্মীয় পরিজন প্রত্যেককে ছেড়ে শুধুমাত্র দেশের সুরক্ষার জন্য জিরো ল্যান্ডে পাহারা দিয়ে চলেছে BSF জওয়ানরা। তাদেরও ইচ্ছে হয় এই রাখি বন্ধন উৎসব নিজের বোন ও দিদির সাথে পালন করতে।
কিন্তু শুধুমাত্র দেশের জন্য সব কিছুকে বলিদান দিয়ে রোদ-বৃষ্টি-ঝড়-কে উপেক্ষা করে ভারতবর্ষকে সুরক্ষিত করে রেখেছেন এই BSF জওয়ানরাই।
প্রত্যেকের বাড়িতে আজকে নিজের বোন অথবা দিদিরা, নিজের ভাই অথবা দাদাকে রাখি পরিয়ে দিচ্ছে।
কিন্তু সীমান্তে পাহারারত জাওয়ানদের কেউ রাখি পরিয়ে দেওয়ার কথা ভাবছে না।
তাই আগের বারের মতন এইবারও সীমান্তে পাহারারত বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে নিজের বোন ও দিদির অনুপস্থিতি মনে করতে দিল না টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যাগণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিল বিএসএফ জওয়ানদের ইন্সপেক্টর, কনস্টেবল এবং এলাকার জনপ্রতিনিধিরা।
তাদের প্রত্যেককে আরতী ও পুজো করে রাখি পরিয়ে শেষে মিষ্টি মুখ করানো হলো। BSF জওয়ানরাও প্রত্যেকের হাতে আশীর্বাদ হিসাবে অর্থ প্রদান করল।
বিএসএফ জওয়ানদের নিয়ে এই ভাবেই রাখি বন্ধন উৎসব পালিত হলো ভারত বাংলাদেশের জিরো ল্যান্ড এরিয়াতে।