অবতক খবর,২০ নভেম্বর: নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহারের পর ইসলামপুরে বিজয় মিছিলে ও বিজয় ও পথসভা করে ন্যাশনাল অ্যালায়েন্স অফ পিপলস মুভমেন্ট (এনএপিএম)। ও ট্রানস্ফার এরিয়া অফ সূর্যাপুর অর্গানাইজেশন (টাসো) এদিন এনএপিএমএল এর জাতীয় কনভেনার ও টাসোর মুখপাত্র পসারূল আলম জানান তারা যে এই তিনটি নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি বর্ডারে দেশের বিভিন্ন জায়গায় মহা পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন প্রকার এ যে আন্দোলন করেছিলেন তার পর কেন্দ্র সরকার এই তিনটি কালা আইন প্রত্যাহারের ঘোষণা করেছেন এই জয়ের উপলক্ষেই তারা ইসলামপুরের বাস টার্মিনাল শহরের বিভিন্ন জায়গায় বিজয়ী পথসভা করার পাশাপাশি শহরজুড়ে বিজয় মিছিল করেছেন। প্রসঙ্গ কৃষকদের দীর্ঘ আন্দোলনের জেরে ৩টি কৃষি আইন প্রত্যাহার করে নিলো কেন্দ্র। গুরু নানকের জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার জাতির উদ্দেশ্য ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি এই ঘোষণা করেন। এই ঘোষণায় নরেন্দ্র মোদি দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি কৃষকদের চাষের ক্ষেতে ফিরবার আবেদন করেন।