অবতক খবর,২২ সেপ্টেম্বর: সামান্য বৃষ্টি হলেই আতঙ্কিত হয়ে পড়েন পানিহাটি পৌরসভা অঞ্চলের সাধারণ মানুষেরা। আর এবার তিন দিন ধরে টানা বর্ষণের জেরে জলমগ্ন পানিহাটির বিস্তীর্ণ অঞ্চল। জমা জল থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পানিহাটি পৌরসভা। আজ রাতে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখতে জলমগ্ন অঞ্চলগুলি ঘুরে দেখলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ।
সমস্ত বিষয়টি খতিয়ে দেখে তিনি বিভাগীয় আধিকারিকদের যথাযথ নির্দেশ দিলেন।
তিনি জানালেন, আর যদি বৃষ্টি না হয় তাহলে আগামী দু’দিনের মধ্যে জমা জল মুক্ত হবে পানিহাটি। সেভাবেই চেষ্টা চালাচ্ছে পানিহাটির সমস্ত পৌর প্রতিনিধিসহ পৌর কর্মীরা।