অবতক খবর: তিলজলায় ব্যবসায়ী অপহরণ-মামলায় নাম জড়াল খোদ পুলিশ কর্মীর। বাইপাসের ওপর থেকে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ জমা পড়ে তিলজনা থানায়। ২৮ জুলাই, অভিযোগে বলা হয়, অপহরণের পর মুক্তিপণ বাবদ ৩০ লক্ষ টাকা চেয়ে ফোন আসে।
পরের দিন সন্ধেয় দিঘা থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ। দিঘা, নরেন্দ্রপুর থেকে গ্রেফতার করা হয় চার অপহরণকারীকে। পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ী অপহরণের নেপথ্যে ক্রিপ্টোকারেন্সির লেনদেন। তদন্তে নাম উঠে আসে বেঙ্গল এসটিএফের এক সাব ইন্সপেক্টরের।
গতকাল লালবাজারে ডেকে এক অভিযুক্তের মুখোমুখি বসিয়ে ওই পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়। ফৌজদারি মামলায় নাম জড়ানোর পর, বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। লালবাজার সূত্রে খবর,ওই এসআইকে সাসপেন্ড করা হয়েছে।