৫ জুন বিশ্ব পরিবেশ দিবস।পুরুলিয়া জেলা, হুড়া ব্লক, কলাবনী গ্রাম পঞ্চায়েত অন্তর্ভুক্ত তিলাবনী পাহাড় বেচে দিচ্ছে রাজ্য সরকার কর্পোরেটের কাছে। লড়াকু প্রতিবেশীরা নারী-পুরুষ নির্বিশেষে শামিল হয়ে জেসিবি মেশিন রুখে দিয়েছে
পরিবেশ-সুস্থতা বজায় রাখতে লড়াই করছে আদিবাসী জনজাতি

তিলাবনী পাহাড় রে
তমাল সাহা

ধামসা মাদল বাইজব্যে ইবার
তীর-ধনুক সঙ্গে যাব্যে
টাঙি কুড়াল বাহির হব্যে
তু মোর সঙ্গে যাবি
তুরা মোর সঙ্গে যাবি
তিলাবনী পাহাড়ে!

পুরুল্যার লালমাটি
পুরুল্যার কাঁকর মাটি কাঁইপব্যে রে
ডাইকছে মুদের পাহাড় রে
মুরে তুরা বাঁচারে!

আরে!
তিলাবনী লেদাবনী পড়শিবনী মাধবপুর
জাগ রে তুরা জাগ রে!
পলাশ শিমুল রং ধরাইছ্যে
ডাইকছে তুদের ডাইকছে রে!

পাহাড় উরা বেইচ্যে দিবে
গ্রানাইট পাথর লিয়ে যাবে
পাহাড় মুদের মইরে যাবে
মুরা কিমনে বাঁইচবো রে!

বাচ্চা উরা পোলাপান
পাহাড় চড়া শিখবে উরা ক্যামনে রে
হাওয়া বাতাস পোকামাকড় গাছগুলান
কি কইরে চিনবে রে!

উসব উৎসব–
প্রকৃতিপাঠ,বোল্ডার ক্লাইম্বিং
বন্ধ হইয়ে যাবে রে
তিলাবনী পাহাড় কাইটব্যে উরা
পাহাড় খুব কাঁইদছে রে!

শুনরে তুরা, দিকু এখন কর্পোরেট
পাথর দিয়ে মুনাফা লুটে
তিলাবনী বাঁচাতে হবেক
এটা মুদের বাঁচার পেট।

তিলাবনী ভয় কি তুর!
মিছিল আছে লড়াই আছে
মশাল আছে মেশিন আছে
মানুষ! মানুষ! কত্ত মানুষ!
মুরা আছি জনজাতি,
আছি তোর সঙ্গে রে!