অবতক খবর , সংবাদদাতা , সম্পা ভট্টাচার্য : জলপাইগুড়ি :- তীর্থ সেরে বাড়ি ফেরার পথে এক সড়ক দূর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল তিনজনের।গুরুতর আহত হয়েছেন ৩ জন। নিহত তিনজনই হলেন ওদলাবাড়ীর বাসিন্দা।মৃতরা হলেন ওদলাবাড়ি বাজারের ব্যবসায়ী বিদ্যা প্রসাদ( ৬২),কৃষ্ণা প্রসাদ( ৬০) এবং ওদলাবাড়ি বিধানপল্লীর বাসিন্দা কালিম্পং স্কুলে একাদশ শ্রেনীতে পাঠরত ঈশান দত্ত( ১৭)।গুরুতর আহত হয়ে শিলিগুড়ির বেসরকারী হাসপাতালে ভর্তি আছেন নিহত ঈশান দত্তর বাবা কল্যান দত্ত ও বিক্রম বিশ্বকর্মা এবং গাড়ির চালক অর্জুন প্রসাদ।জানা গেছে, বিদ্যা প্রসাদ নামের ব্যবসায়ী নিজের ছোট গাড়ীতে কয়েকদিন আগে আরও পাঁচজনকে সঙ্গে নিয়ে ঝাড়খন্ডের দেওঘরে বাবাধামে গিয়েছিলেন তীর্থ করতে।
শনিবার বাড়ী ফেরার সময় রাত ১১টা নাগাদ সেভক রোডে বেঙ্গল সাফারির কাছে নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি একটি গাছে প্রচন্ড জোরে ধাক্কা মেরে উল্টে যায়।ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের । এলাকার সেনাবাহিনীর জওয়ানরা নিহত ও আহতদের উদ্ধার করেন। এই মর্মান্তিক দূর্ঘটনার খবরে ওদলাবাড়ীতে শোকের ছায়া নেমে এসেছে। রবিবার ওদলাবাড়ীতে সাপ্তাহিক হাট হলেও স্থানীয় ব্যাবসায়ীদের অনেকে দোকান খোলেন নি।তিনজনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ওদলাবাড়ী ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক তপন ঘোষ। রবিবার বিকাল ৫ টার পর সমস্ত দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানিয়ে সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করার আবেদন জানিয়েছেন তিনি।