অবতক খবর,৬ সেপ্টেম্বর: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বেলঘড়িয়া এলাকায় একটি জমি বিবাদের জেরে মাঝি যাকাত পরগনার লোকেরা দুই ব্যক্তিকে গতকাল অপহরণ করে বলে অভিযোগ।

আর সে কারণেই অপহৃত দুই ব্যক্তির মুক্তির দাবিতে আজ সোমবার বালুরঘাট থানায় ডেপুটেশন জমা দিল আদিবাসী সমাজের লোকেরা। আজ তীর ধনুক সহযোগে আদিবাসী সমাজের লোকেরা এসে বালুরঘাট থানা ঘেরাও করে এই ডেপুটেশন কর্মসূচি পালন করেন। অতর্কিত আদিবাসী সমাজের লোকেরা তীর-ধনুক নিয়ে এসে বালুরঘাট থানা ঘেরাও করলে চাঞ্চল্য সৃষ্টি হয় বালুরঘাট থানায়।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। ডেপুটেশন দিতে যাওয়া আদিবাসী সমাজের মানুষজনদের বালুরঘাট থানার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে, অতি দ্রুত ওই দুই ব্যক্তিকে ঘরে ফেরানোর ব্যবস্থা করা হবে। এরপরে আদিবাসী সমাজের লোকেরা আশ্বস্ত হয়ে বালুঘাট থানা পরিত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।