তোমরা তো আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তোমরা তো বাঙালি। আমাদের অহংকার, আমাদের গর্ব।
বাংলার 30 হাজার কোটি টাকার ঘাটতি বাজেট। বাঙালি তরুণ-তরুণীরা মাথা কুটে মরছে। শিল্প নেই, চাকরি নেই। বাংলা জুড়ে তোলাবাজি ধান্দাবাজি। খেলা মেলা ফালতু কাণ্ডকারখানা। তোমরা একটু শাসকের বিরুদ্ধে মুখ খুলবেনা, রুখে দাঁড়াবে না! তোমরা শিরদাঁড়া সোজা করে যদি কিছু বলো আমরাও তো একটু জোর পাই কিনা বলো!
তুমি নোবেলিয়ান
তমাল সাহা
তুমি তো অর্থনীতিবিদ
তুমি তো পেয়েছ দুনিয়ার সেরা নোবেল
তোমার পেটে তো ভাত আছে
তুমি কাকে করো ভয়
সোজাসুজি বলো স্পষ্ট কথা
এসব তো দান খয়রাতি ভোটের জন্য
লোকভোলানো
এটা কোনো উন্নয়ন নয়।
তুমি তো দারিদ্র্যের বিরুদ্ধে বলো
সে তো মানুষের জন্য
তুমি কেন পাবে রাষ্ট্রকে ভয়?
তুমি তো নও
আমাদের মতো এমন মানুষ কোনো নগণ্য!
সোজাসুজি বলো
রাষ্ট্রীয় ধাপ্পাবাজি ধান্দাবাজি
যা চলছে এই দেশে
সবই মানুষমারা সর্বনেশে।