লেখা কি পুরাতন হয়?

ইয়াস! জলপ্লাবন- ঘূর্ণিবাতাস।
জলে চলে জীবনের শেষ খেলা!
সন্দেশখালি গাজিপুর থেকে
করোনার লাশ তুরমান বিবির দেহ নিয়ে
ভেসে চলে ভেলা…
৩১ মে,২০২১

তুরমান বিবির লাশ নিয়ে যায় কলার মান্দাস
তমাল সাহা

ঝড় কি কেড়ে নিল তোর?
জমি-জিরেন।
করোনা কি কেড়ে নিল তোর!
শরীর– পেটের জ্বালা খিদে।
জলপ্লাবন কি কেড়ে নিল তোর?
ঘর, ভাতের হাঁড়ি
তুই এখন থাকবি কোন বাড়ি?
কি করবি রে তুই তুরমান বিবি?
আমার হাতে এখন বেহস্তের চাবি
আমি চললাম আল্লার বাড়ি।

এখন কি হবে রে তোর?
কেন দাফন হবে,হবে গোর!
গোরস্থান যে জলের তলায়—
বানে গেছে ডুবে!
যেতে হবে কালিনগর ঝনঝনিয়া মোড়।
কেমনে তোকে নিয়ে যাব রে ওরে আমার আম্মা?
কেন আছে তো ভেলা– কলার মান্দাস!
শেষবেলা এটুকু করতে পারবি না?

সন্দেশখালি গাজিপাড়া থেকে
এ কোন লখিন্দর পারানি মাঝি
বৈঠা বেয়ে টেনে নিয়ে যায় বেহুলার লাশ!

দেখো, দেখো, তোমরা দেখো
বেহস্তের দিকে ছুটে চলে কলার মান্দাস।