অবতক খবর , মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদ নাম মানে অনেকে বলেন নবাবের জেলা কেউ আবার বলেন পিছিয়ে পড়া জেলা কিন্তু বহু প্রতিভার লুকিয়ে আছে এই জেলায়। বেশ কিছুদিন আগে অনলাইন ফর্ম ফিলাপ এর মাধ্যমে তুরস্কে অলিম্পিক প্রথম বর্ষ আন্ডার এইট্টিন বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করলো মুর্শিদাবাদ বানজেটিয়া পোদ্দার বাগান এলাকার অনন্যা সরকার।
ছোট থেকেই শখ যোগাসন শেখা , স্কুলে শিক্ষিকা এবং তার মা-বাবা তার এই প্রতিভাকে হারিয়ে যেতে দেননি , তবে অনন্যার কথায় যোগ শিক্ষক সঞ্জয় বাবুর অবদানও কম নয়। অনন্যার বাবা পেশায় টুকটুক চালক প্রতিদিনই মেয়েকে বাড়ি থেকে 6 কিলোমিটার দূরে যোগাসন শেখাতে নিয়ে আসতেন। দারিদ্রতার সংসার তবুও হার মানেনি ক্লাস নাইনে পড়া ছোট্ট মেয়েটি সে রাজ্য ও কেন্দ্রীয় স্তরে বহু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করেছে। অনলাইন মাধ্যমে ভিডিও করে তুরস্ক থেকে দ্বিতীয় হয়ে সে আরো এগিয়ে যেতে চাই।
তার বাড়িতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাকে সম্বোধনা দিতে ছুটে আসছেন। ছোট্ট অনন্যার বক্তব্য সবাই যদি একটু পাশে এসে দাঁড়ান ,তাহলে আরো অনেক বড় কিছু করে দেখাতে পারব।
তাকে সম্মান অনন্যাকে সম্মান জানান মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে সাবরী রাজকুমার ।