অবতক খবর , সংবাদদাতা ::  তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল আরামবাগ থানার অন্তর্গত হরিংখোলা এলাকা।এমনকি গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মৃত্যু হলো এক তৃণমূল কর্মী। পাশাপাশি আহত 6 জন।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ এলে এলাকায় ঢুকতে বাধা দেয় আরামবাগের হরিণ খোলা এলাকার বাসিন্দারা ।

এলাকা দখল কে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে হরিণ খোলা পঞ্চায়েতের প্রধান তৃণমূল নেতা লাল্টু খা ও জেলা সভাধিপতি মেহবুব রহমানের ভাই পারভেজ রহমানের মধ্যে একটা চাঁপা উত্তেজনা ছিল যা আজ প্রকাশ্যে আসে। লাল্টু খাঁয়ের অভিযোগ পারভেজ তাঁর লোকজন নিয়ে ভোলতাজ পুর এলাকায় এসে তাঁর অনুগামীদের উপর আক্রমন চালায় ।চলে মুড়ি মুড়কির মতো বোমাবাজি এমনকি কয়েক রাউন্ড গুলি চালায় পারভেজের লোকজন যার গুলির আঘাতে মৃত্যু হয় ইসরাইল খান তরফে চন্দন নামে এক ব্যক্তির।

মুহুর্তে বন্ধ হয়ে যায় এলাকার দোকান পাঠ ।পাশাপাশি বোমা গুলিতে আহত হয় আরো ছয় জন। আরামবাগ থানার আইসি কে এলাকায় ঢুকতে বাধা দিলে এসডিপিও বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকায় ঢোকে।বসানো হয় পুলিশ পিকেট। চলে টহলদারি। গুলি খেয়ে আহত তিনজন কে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তিকরা হয়েছে।

পাশাপাশি তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন ঘটনার খবর পেয়েছি আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি সমস্ত বিষয়ে নিয়ে রাজ্য নেতৃত্বের সাথে কথা বলবো। তবে প্রশাসন নিজের কাজ করবে।