অবতক খবর,২৬ মার্চ,ইসলামপুর: তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য গায়ের জোরে নিরীহ গ্রামবাসীর জমি দখল করার পরে তারা আইনের আশ্রয় নিলে তাদের উপর হামলা চালায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় ইসলামপুর থানা এলাকার মাটিকুন্ডা ২ গ্রাম পঞ্চায়েতের চাঁদমনি ডাঙ্গাপাড়া গ্রামে। ঘটনায় আহত দুইজন ইসলামপুর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ওই গ্রাম পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদমনি ডাঙ্গাপাড়া গ্রামে রাস্তার পাশে প্রায় ২৭ কাঠা জমি বেশ কয়েক বছর আগে কেনেন আমীর আলী নামে এক ব্যক্তি। প্রায় বছরখানেক আগে ওই জমির পাশে কিছুটা জমি কেনেন ওই গ্রাম পঞ্চায়েত সদস্য। তারপরে ওই গ্রাম পঞ্চায়েত সদস্য শাসকদলের নেতৃত্বের বলে বলীয়ান হয়ে ওই ২৭ কাঠা জমি বলপূর্বক দখল করে নেয়। বিষয়টি নিয়ে আমির আলী পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন । কিন্তু শাসক দলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। বিষয়টি তারা তৃণমূলের ব্লক সভাপতি এমনকি জেলা সভাপতি কে জানালেও তারা কার্যত ওই গ্রাম পঞ্চায়েতের পক্ষেই থেকেছেন। আমির আলীর অভিযোগ,শাসক দলের নেতাদের কাছে সুবিচার চেয়েছিলাম। কিন্তু তারা এ বিষয়ে কোন পদক্ষেপই নেয়নি। বরং পেছন থেকে ওই গ্রাম পঞ্চায়েত সদস্যকে মদত যুগিয়েছে।

আমির আলীর ছেলে একরামুল হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ তারা ইসলামপুর থেকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরে তাদের উপর চড়াও হয় ওই গ্রাম পঞ্চায়েত সদস্য তার লেঠেলে বাহিনী নিয়ে। এমনকি তারা বাড়িতে ঢুকে গেলেও সেখানেও তাদের বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় এবং মারধর করে। ঘটনায় আমার বাবা ও মা গুরুতরভাবে আহত হয়েছেন। তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায় ওই গ্রাম পঞ্চায়েত সদস্য সহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনা তদন্ত শুরু হয়েছে।