অবতক খবর : উৎপল রায় : জলপাইগুড়ি :     তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিরোধী দলের দিকে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ময়নাগুড়ির চুড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গামালি ১৬/১৭৬ বুথের। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে ভাঙ্গামালি এলাকায়।

এদিন তৃণমূল কংগ্রেসের চুরা ভান্ডার অঞ্চল কমিটির সভাপতি হিদয় রায় বলেন, “সোমবার রাতে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা চুরা ভান্ডার অঞ্চলের ভাঙ্গা মালি এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা খুলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আমরা বুঝতে পেরেছি বিজেপি একটি সন্ত্রাসবাদি দল এবং তারা কাপুরুষ। এদিন তারা মদ্যপ অবস্থায় এই দুর্নীতি কাজগুলো করেছে।”

এ বিষয় নিয়ে ময়নাগুড়ির তৃণমূলের প্রার্থী মনোজ রায় বলেন, ” তৃণমূলের খেয়েদেয়ে কাজ নেই যে বিজেপির বা আমাদের দলীয় পতাকা আগুন লাগিয়ে দেবে। তারা তৃণমূলের পতাকা দেখলেই তারা ভয় আতঙ্কে পরিয়ে দিচ্ছেন।”

তবে তৃণমূলের অভিযোগ অস্বীকার করে বিজেপির যুব মোর্চার জেলা সদস্য অনুপ পাল বলেন, “ওরা নিজেদের পতাকা নিজেরাই ছিড়ছে এবং নিজেরাই আগুন লাগিয়ে দিচ্ছে, ‘বিজেপি এ ধরনের ঘৃণ্য রাজনীতি করে না। বিজেপি এমন একটা দল যারা নিজেদের ভাবমূর্তিতে চলি। তৃণমূলের যে অভিযোগ আমাদের দিকে সেটা পুরোপুরি ভিত্তিহীন।।