অবতক খবর,৬ আগস্ট,এগরা: তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচিতে বিডিও! রাজনৈতিক দলের কর্মসূচিতে প্রশাসনিক আধিকারিকের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে বির্তক। উঠেছে একাধিক প্রশ্নও। এবিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। যদিও অভিযোগকে আমল দিতে নারাজ শাসক দল তৃণমূল কংগ্রেস।
বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার এগরায় মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক তরুণ কুমার মাইতি, বিডিও কৌশিক রায় সহ পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতি।
এছাড়াও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে বিডিও’র উপস্থিতি নিয়ে রীতিমতো রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে।

বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, ‘‘রাজ্যব্যাপী অসংস্কৃতির চরিত্র লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষিত ব্যক্তিরা শাসক দলের নেতাদের তাঁবেদারি করছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’’ যদিও বিজেপির অভিযোগে আমল দিতে নারাজ শাসক দল তৃণমূল কংগ্রেস।

এগরার তৃণমূল কংগ্রেসের বিধায়ক তরুণ কুমার মাইতি বলেন, “বিজেপির আর কোনও কাজ নেই৷ তাই এই ছোটখাটো ঘটনা নিয়ে হৈ চৈ করছে।’’
তাঁর পাল্টা দাবি, ‘‘এটা কোনও রাজনৈতিক কর্মসূচি ছিল না। এটা বৃক্ষরোপণ কর্মসূচি৷ অঞ্চলের বাসিন্দাদের ডাকা হয়েছিল সরকারি প্রকল্পের আলোচনা করার জন্য। তাছাড়া বিডিও কোনও রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।’’
এবিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য বিডিও কৌশিক রায়কে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তাই তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
যদিও বিডিও-র ঘনিষ্ঠ মহলের দাবি, লক্ষীভান্ডার প্রকল্প বোঝানোর জন্য পঞ্চায়েত সমিতির সভাপতির অনুরোধে তিনি ওখানে উপস্থিত হয়েছিলেন। বুঝতে পারেননি ওটা রাজনৈতিক দলের কর্মসূচি৷ তাই অনুষ্ঠানে পৌঁছেও দু’মিনিটের মধ্যে ফিরে চলে যান তিনি৷