অবতক খবর, সংবাদদাতা :: তৃণমূলের নাম করে বিজেপি বিজেপির ঘরছাড়া কর্মীদের কাছথেকে টাকা তোলার অভিযোগ উঠলো বিজেপির মন্ডল সভাপতি বাপি সাউ এর বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে বর্ধমান ২১ ও ২৫ নং ওয়ার্ড সংলগ্ন এলাকার ২৫ নং শক্তি কেন্দ্রে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির ওই মন্ডল সভাপতি।
সাম্প্রতিক নির্বাচনের ফলাফল ঘোষনার পর থেকেই রাজ্য জুড়ে চলছে বিজেপি তৃণমূলের সংঘর্ষ।অধিকাংশ অভিযোগ শাশক দলের বিরুদ্ধে।বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙ্গার পাশাপাশি জিনিষ পত্রও লুট করার অভিযোগ উঠছে শাশক দলের বিরুদ্ধে। এমকি বিজেপি কর্মীদের বাড়িতে না পেয়ে, বিজেপি করার অভিযোগে তাদের আত্মীয়স্বজনের বাড়িতেও হামলা করার অভিযোগ উঠছে শাশক দলের বিরুদ্ধে ।
এবার অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। বর্ধমান ২১ ও ২৫ নং ওয়ার্ড সংলগ্ন এলাকার ২৫ নং শক্তি কেন্দ্রের বিজেপি সভাপতি বাপি সাউ এর বিরুদ্ধে।ভোটের ফলাফল ঘোষনার পর থেকে আতঙ্কে ঘড় ছাড়া ছিলে ২৫ নং শক্তি কেন্দ্রের বিজেপি কর্মীরা।অভিযোগ ২৫ নং শক্তি কেন্দ্রের বিজেপি সভাপতি বিজেপি কর্মীদের বলেন তৃণমূল কংগ্রেসকে পাঁচ হাজার টাকা দিলে ঘড়ে ঢুকতে পারবে।তিনি এই ভাবে নিজেদের পার্টি কর্মীদের ভয় দেখিয়ে টাকা তুলছেন বলে জানা যায়। এক বিজেপি কর্মী জানান যে তার কাছথেকে বাদী ফেরানোর জন্য টাকা চান মন্ডল সভাপতি। আরও একজন বিজেপি কর্মী বাদী ফায়ার আসে জানান যে তৃণমূলীরা আমার কাছ থেকে কোনো টাকা নেয়নি। শুধু শুধু বাজারে তৃণমূলের নাম ভাড়িয়ে যে কেউ টাকা তুলে নিচ্ছে।
অন্য দিকে তৃণমূলের কর্মী নেতারা মন্ডল সভাপতির এই অপপ্রচারের বিরুদ্ধে ও তৃণমূলের নামে তোলাবাজির বিরুদ্ধে বিক্ষোভ দেখান ও অভিযুক্ত মন্ডল সভাপতি কে জনগণের সামনে অপমানিত করেন। তবে বিজেপি মন্ডল সভাপতি ব্যাপী সাউ জানান যে আমি এখন কোনো পার্টি করিনা। আমি কারোর থেকে টাকাও চাইনি। আমার নামে মিথ্যে অভিযোগ দেয়া হচ্ছে।