হক জাফর ইমাম :: অবতক খবর :: ২২শে,নভেম্বর :: মালদা :: গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকে তৃণমূল দলের প্রধান এবং উপ-প্রধানকে গুলি করে খুন করার হুমকির অভিযোগে স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যার স্বামীকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও। বৃহস্পতিবার ধূত ওই বিজেপি নেতাকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।
উল্লেখ্য, সোমবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদা ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েত অফিস চত্বরে। দলীয় প্রধানকে প্রাণে মারার হুমকি ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল দলের নেতাকর্মীরা।
এদিন সন্ধ্যায় অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতারের দাবিতে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মন্টু ইসলামের নেতৃত্বে ইংরেজবাজার থানার সামনে বিক্ষোভ অবস্থান বসে পড়েন সংশ্লিষ্ট এলাকার তৃণমূলের নেতাকর্মীরা। তাদের সঙ্গে যোগ দেন তৃণমূল দলের ওই গ্রাম পঞ্চায়েত প্রধান সত্যজিৎ চৌধুরীও ।
পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভ অবস্থান ইংরেজবাজার থানার সামনে থেকে উঠে যায়। এই ঘটনায় তৃণমূল দলের ওই পঞ্চায়েতের উপ প্রধান মন্টু ইসলাম অভিযুক্ত বিজেপি নেতা প্রদীপ মণ্ডল , নারায়ণ চৌধুরী, বাবলু রজক সহ পাঁচ জনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত ওই পঞ্চায়েত সদস্য অনিমা মণ্ডলের স্বামী প্রদীপ মণ্ডলকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধূত ওই বিজেপি নেতাকে মালদা জেলা আদালতে তোলা হয়।