অবতক খবর,৫ জুন,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে লিডের নিরিখে রেকর্ড তৈরি করল মন্তেশ্বর বিধানসভা কেন্দ্র। এই মন্তেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ এক লক্ষ ১৩হাজার ৪৩৮ ভোট পেয়েছেন।
বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মন্তেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে ৬৭ হাজার ৬৯৬ টি ভোট পেয়েছেন। ভোটের আগে থেকেই, মন্তেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেসের কান্ডারী মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর বিধানসভা থেকে ৪০ হাজার লিডের অঙ্ক করেছিল।
সেটাই বাস্তবায়িত হয়েছে। মন্তেশ্বর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ ৪৫ হাজার ৭৪২ ভোটে লিড পেয়েছে।
বর্ধমান উত্তর বিধানসভা থেকেও বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বহু ভোটে পিছিয়ে যায়।
এই কেন্দ্রের থেকে তৃণমূল কংগ্রেস পেয়েছে এক লক্ষ ২৩ হাজার ৩৬৮ টি ভোট। বিজেপি পেয়েছে ৮২ হাজার ১২৩টি ভোট। ভাব তার বিধানসভা কেন্দ্র থেকেও তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ ৩২ হাজার ৪ ২০ভোটে লিড পেয়েছে।
সব নিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে একলক্ষ ৩৭ হাজার ৯৮১ ভোটে (১,৩৭,৯৮১) তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ জয়ী হয়েছেন। ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন শেখ, বলেন এই কেন্দ্র থেকে আমরা পাশ করব নিশ্চিত ছিলাম, কিন্তু লেটার মার্কস নিয়ে পাশ করব ভাবতে পারিনি।
মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছেন বলে তিনি জানান। জয়ের সার্টিফিকেট নিতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন কীর্তি আজাদ। তিনি বলেন মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ ভোট দিয়েছেন। দিদি যা নির্দেশ দেবেন , আগামী দিনের সেটাই করব। এই এলাকার উন্নয়ন এগিয়ে নিয়ে যাব। এলাকার বাসিন্দাদের কাছে থাকবো বলে ভোটে দাঁড়িয়ে ছিলাম, সেই প্রতিশ্রুতি রক্ষা করব বলে জানান কীর্তি আজাদ।