অবতক খবর,২৭ আগস্ট: সাধারণত উকিল মানে আমরা জানি কেস, মক্কেল নিয়ে ব্যাস্ত একটা সম্প্রদায়।

কিন্তু আজ ব্যারাকপুর কোর্ট ইউনিট তৃণমূল লিগ্যাল সেল স্থাপন করলো এক মানবিক দৃষ্টান্ত।

এই কোভিড পরিস্থিতির মধ্যে বিশাল রক্ত সংকটকে মাথায় রেখে আজ এই রক্তদান শিবির।

আজকের এই রক্ত দান শিবির থেকে প্রতিজ্ঞা বদ্ধ হল তৃণমূল লিগ্যাল সেল মানুষের পাশে থাকার।

এই রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক। এছাড়াও গৌরবময় উপস্থিতি রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র ও টিভি বক্তা রাজীব চৌধুরি, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক, বারাকপুর বিধানসভার বিধায়ক চিত্র পরিচালক রাজ চক্রবর্তী, বিধায়ক সুবোধ অধিকারী, পাণ্ডবেশ্বরের বিধায়ক, অশোক দেব সহ আইনজীবী সেলের বিশিষ্ট নেতৃত্ব বৃন্দ।

আজ প্রায় ৭০ জন রক্ত দাতা রক্ত দান করলেন। মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকের ব্যবস্থাপনায় আজকের এই রক্তদান উৎসব। সাধুবাদ জানিয়েছেন রাজীব চৌধুরি সমস্ত রক্তদাতাদের।
আগামী দিনে তিনি এই রকম কর্মকাণ্ডে তাদের পাশে থাকবেন এই অঙ্গীকারবদ্ধ হন।