অবতক খবর,২৯ জুন,মলয় দে নদীয়া:- একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বারবার নবান্ন থেকে জমি দখল নিয়ে হুশিয়ারি দিচ্ছেন ঠিক সেই সময় নবদ্বীপে তৃনমুল কর্মীদেরই জমি জোর করে দখল করে পার্টি অফিস করার অভিযোগ উঠল নবদ্বীপের ভালুকা কানাইনগর তৃণমুল কংগ্রেসের বিরুদ্ধে ।

অভিযোগ নবদ্বীপের ভালুকা কানাইনগর এলাকায় রোডের পাশে একটি জমি কয়েকদিন আগে কয়েকজন স্থানীয় ব্যবসায়ী কেনেন । কিন্তু কিছু সমস্যার জন্যে জমিটি ফাকা অবস্থায় আছে । কয়েকদিন আগে ঐ এলাকার কয়েকজন তৃণমুল কর্মী জমিটির চারভাগের একভাগ দাম দিয়ে কিনতে চায় কিন্তু সেই জমির মালিকরা ঐ জমিটি সেই দামে বিক্রি করতে রাজি না হলে ।

হঠাৎ কাল রাতে কয়েকজন তৃণমুল কর্মী সেখানে পার্টি অফিস করেন এবং ব্যানার সহ পতাকা লাগিয়ে দখল করে । পরবর্তিতে জমির মালিকরা নবদ্বীপ থানায় অভিযোগ জানিয়েছেন বলে জানান ।

জমির মালিকদের দাবি তারা সকলেই তৃনমুল করে কিন্তু সেই দলের কর্মী হয়েও তাদেরই জমি দখল করছে তৃনমুল ।