অবতক খবর,৪ মার্চ,নদীয়া:- গয়েশপুর ১৮নং ওয়ার্ডের সুভাষ পল্লীতে তৃনমূল কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়।
ঘটনাটি গতকাল রাত একটা নাগাদ প্রথম নজরে আসে বাপি দাসের পরিবারের এক সদস্যের। টিভি দেখেন বাড়ির দু’পাশে দুটি তাজা বোমা রয়েছে। তার পর স্হানিয়রা ছুটে আসে এবং খবর পেয়ে ছুটে আসে কল্যানী থানার পুলিশ এবং বোম দুটি উদ্ধার করে নিয়ে যায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।অভিযোগ ওঠে দুস্কৃতীর বিরুদ্ধে।
এ বিষয়ে স্থানীয় 18 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত তৃণমূল কাউন্সিলর স্বপ্না অধিকারী জানান। এটা মূলত ভয় ভীতি প্রদর্শনের জন্য তৃণমূল কর্মীর বাড়িতে রাখা হয়েছে। তবে তা থেকে বড় সড়ক দুর্ঘটনা ঘটতে পারত। প্রশাসনের দাবি করি উপযুক্ত দোষীকে খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়ার জন্য।