অবতক খবর,৯ অক্টোবরঃ পূজার ভাসানের রাতে মদ্যপ অবস্থায় বনগাঁ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে তপজিৎ দাস ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনায় আক্রান্ত তৃণমূল কর্মী বাপি সাহা। ঘটনার অভিযোগ জানিয়ে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যোর অভিযোগ শুক্রবার রাতে এলাকার ব্যবসায়ীর ও জমি মাফিয়ার ছেলে ও তার দলবল চড়াও হয় এলাকার তৃণমূল কর্মীর বাড়িতে। বাড়ির কাচ ভেঙে দেয়া হয়। বাড়ি উদ্দেশ্য করে ইট ছোড়া হয়।পাশাপাশি বাড়ির মহিলাদের কেউ গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এ বিষয়ে ব্যবসায়ের ছেলে তপজিৎ দাস সহ পাঁচ জনের বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এ বিষয়ে নির্বিকার অভিযোগ তুলে বনগাঁ মতিগঞ্জ এলাকায় শনিবার বিকালে পথ অবরোধ করেন তৃণমূল কর্মীরা। তাদের দাবি পৌরসভা ভোটের পর থেকেই এই ওয়ার্ডে বিভিন্ন সময় এই ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে তৃণমূল কর্মীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে এমনকি তাদের বাড়িঘর ভাঙচুর করে তাদেরকে মারধর করা হয়।

তারই প্রতিবাদে প্রায় ঘন্টাখানেক অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে অবরোধ উঠ৷

বিজেপির জেলার সাধারণ সম্পাদক দেবদাস মন্ডল দাবি করেন তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কারণে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।ভাঙছেও তৃণমূল অবরোধ করছেও তৃণমূল৷

গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উড়িয়ে দিয়ে তৃণমূল নেতা প্রসেনজিৎ বিশ্বাস বলেন “বিসর্জনের পর অতি উৎসাহী দুপক্ষের মধ্যেবিবাদ এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই গোষ্ঠীদ্বন্দ্বের কোন বিষয় নেই ৷ আমরা জানতে পেরেছি ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷