অবতক খবর,২৮ আগস্ট,পূর্ব বর্ধমানঃ২৮ শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। আজ বেলা ১২টার সময় মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও মন্তেশ্বর ডক্টর গৌর মোহন রায় কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের পক্ষ থেকে মন্তেশ্বর ডক্টর গৌর মোহন রায় কলেজের গেটের সামনে থেকে একটি রালী শুরু করে মন্তেশ্বর বিডিও অফিসের মোড় পর্যন্ত পরিক্রমা করে মন্তেশ্বর কলেজে এসে শেষ হয় ।

কলেজের ছাত্র সংসদের সামনে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা উত্তোলন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের তাৎপর্য পর্যালোচনা করে ২৮ শে আগস্ট প্রতিষ্টা দিবস পালন করেন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইসারুল মন্ডল জানান এই দিনটি আমাদের কাছে একটি বিশেষ তাৎপর্য দিন আবেগের দিন ছাত্রদের কাছে একটি মহান দিন তাই এই দিনটি আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করছি।

এই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইসারুল মন্ডল, ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতিদ্বয় ইব্রাহিম শেখ, সামিন মল্লিক, মন্তেশ্বর ডক্টর গৌর মোহন রায় কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট এর পক্ষে সোহেল সিকদার,ও সোহেল শেখ সহ অনেক কলেজের ছাত্র-ছাত্রী।