সতীনাথ ভট্টাচার্য :: অবতক খবর :: ২৭ সেপ্টেম্বর,২০২০ :: নৈহাটী :: নৈহাটি পৌরসভার প্রশাসক মন্ডলীর অন্যতম স্বাস্থ্য বিভাগের দায়িত্ব প্রাপ্ত সনৎ দের সঙ্গে তার ছেলে শুভম দে এবং তার মেয়ে সুদেষ্ণা দেও করণায় আক্রান্ত হয়ে বর্তমানে সকলেই নৈহাটি বঙ্কিমাঞ্জলি সেফহোমে ভর্তি রয়েছেন।এছাড়া তার স্ত্রীও করোনা আক্রান্ত|
যদিও
সনৎ বাবুর সেফহোম থেকে ছাড়া পাবার অপেক্ষায় সনৎ বাবু গত ১৮ সেপ্টেম্বর ২০২০ তে আক্রান্ত হয়েছিলেন কিন্তু অতঃপর তার মেয়ে সুদেষ্ণা গত ইংরেজি ২১ সেপ্টেম্বর এবং ছেলে গত ইংরেজি ২৫ সেপ্টেম্বর ২০২০ থেকে করোনায় আক্রান্ত সনৎ বাবুর দীর্ঘ লকডাউন ও আমফান ঝড়ে বিধ্বস্ত গরিব মানুষের পাশে দিবা রাত্র পাশে থেকে বিপদের হাত থেকে রক্ষা করার খবর কিন্তু বিভিন্ন সময় দেখা গেছে এবং তারপর সনৎ বাবু করণায় আক্রান্ত হয়েছিলেন। অবতক খবরের পক্ষ থেকে পরিবারের ৩ জনকে করোনায় আক্রান্ত তাদের পাশে থাকার বার্তা দিয়ে সুস্থতা কামনা করে।