অবতক খবর , জলপাইগুড়িঃ তৃণমূল থেকে নির্বাচিত পঞ্চায়েত সদস্যা মঞ্জিনা বেগম তিনটা স্কিমে ১০০ দিনের কাজ না করেই টাকা তুলে নিয়েছেন। আদতে কাজ ই হয়নি, কাজ না করেই টাকা আত্মসাৎ করেছেন,এই অভিযোগ তুলে ধুপগুড়ি ব্লকের শালবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের ১৫/৪০ পাটের তৃণমূল সমর্থক রা প্রতিবাদে বিক্ষোভে সোচ্চার হলেন। তারা মিছিলের আয়োজন করার মুহূর্তে অঞ্চল তৃণমূল সভাপতি ড্যামেজ কন্ট্রোল করতে সেখানে উপস্থিত হন এবং চরম বিক্ষোভের মুখে পড়েন।
অতি দ্রুত তাদের অভিযোগ নিয়ে আলোচনা করা হবে প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ মিছিল থেকে বিরত হন তৃণমূল সমর্থক রা। তাদের আরও অভিযোগ ১০০ দিনের কাজ দিতে জব কার্ড ধারীদের কাছ থেকে ৫০০ থেকে ৬০০ টাকা করে নেওয়া হয়েছে। তাদের আরও অভিযোগ টাকা তুলে নেওয়ার অনেক পরে চাপে পড়ে অতি সম্প্রতি সামান্য মাটি ভরাট করার চেষ্টা করেছেন।তারা বলেন এই পঞ্চায়েত সদস্যার দুর্নীতিমূলক কাজের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে । দলকে বার বার জানিয়েও দল ওই পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, তাই তারা বাধ্য হয়ে আজকের বিক্ষোভে শামিল হয়েছেন বলে জানান।
শালবাড়ি -১ গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপিকা ওঁরাও বলেন, ‘অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। অভিযোগ পাওয়ার পর আমি কর্মীদের পাঠিয়ে সেখানে তদন্ত করাই এবং দেখা যায় যে ওখানে যথাযথভাবে কাজ হয়েছে। বিক্ষোভের বিষয়ে বলেন বিজেপির উস্কানিতেই এসব হচ্ছে। এরা তৃণমূলের কেউ নয়।