অবতক খবর , সংবাদদাতা , সালানপুর:-  স্থানীয় মানুষের কাজের দাবি, রাস্তা,লাইট,স্থানীয় দূর্গা মন্দিরে অনুদানের দাবিদাবা নিয়ে দেন্দুয়া এম.এস.পি.এল স্টিল প্রাইভেট লিমিটেড কারখানার পাম্পের ও পাইপ লাইনের কাজ বন্ধ করালো কল্যানেশ্বরী তৃণমূল আঞ্চলিক কমিটি। গত কয়েক মাস ধরে দেন্দুয়া এম.এস.পি.এল স্টিল প্রাইভেট লিমিটেড কারখানার কল্যানেশ্বরী অজিতেশনগর শ্মশান ঘাট থেকে বরাকর নদীর জল পাম্পের দ্বারা তুলে কারখানায় পাইপ লাইনের মাধ্যমে জল নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে । স্থানীয় বেকার যুবক দের দাবি বহিরাগত শ্রমিক এনে এই পাইপ লাইনের কাজ করা হচ্ছে।স্থানীয় যুবকরা কাজের দাবি এবং এলাকার কিছু উন্নয়নের দাবি নিয়ে কল্যানেশ্বরী আঞ্চলিক তৃণমূল পার্টি অফিসে আঞ্চলিক সভাপতি বুড়া খানের কাছে জানান।

বুধবার সকালে তৃণমূল পাটির ঝান্ডা হাতে স্থানীয় যুবকরা কাজ বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।তাদের কোম্পানি কর্তৃপক্ষের দাবি , আগে তাদের সঙ্গে বসে তাদের দাবিপূরণ করা হোক তারপর কাজ চালু করা হোক। এই প্রসঙ্গে কল্যানেশ্বরী তৃণমূল আঞ্চলিক কমিটির সভাপতি বুড়া খান জানান , স্থানীয় বেকার যুবক দের কাজের দাবি,রাস্তা ও শ্মশান ঘাটে লাইটের দাবিদাবা নিয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেসের যুবকরা দেন্দুয়া এম.এস.পি.এল স্টিল প্রাইভেট লিমিটেড কারখানার পাম্পের ও পাইপ লাইনের কাজ বন্ধ করিয়েছে।কারখানা কর্তৃপক্ষ ঠিকাদারের মাধ্যমে বহিরাগত শ্রমিকদের নিয়ে এসে কাজ করাচ্ছে এবং স্থানীয় যুবক বেকার বসে থাকবে , তা মানান সই নয়।

যাদের পরিবারের সদস্যদের এই শ্মশান ঘাটে মৃতদেহ দাহ করে ,তাদের কোনো সুবিধা না দিয়ে কি ভাবে কাজ করছে । এমনকি স্থানীয় তৃণমূল কংগ্রেস অফিসে এই কাজের কথা একবার জানানো হয়নি।তাই কোম্পানি কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি স্থানীয় যুবকদের দাবি মঞ্জুর করে নিজেদের কাজ চালু করুক। এই বিক্ষোভ প্রদর্শন উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সম্পাদক রাজা খান,তৃণমূল নেতা বাবাই ঘোষাল,পবন সেন,রাজেশ নুনিয়া,অচিন্ত মল্লিক,গোবিন্দা নুনিয়া,আকাশ নুনিয়া সহ শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী ও স্থানীয় বেকার যুবকগন।