অবতক খবর,২৩ জানুয়ারি: সারা পশ্চিমবঙ্গে সাড়ম্বরে পালিত হলো নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবস। পিছিয়ে নেই শিক্ষক সমাজ। দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় আজ হালিশহর তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে নেতাজির ১২৫ তম জন্মদিবসে উন্মোচিত হলো নেতাজি সুভাষ চন্দ্র বসুর আবক্ষ মূর্তি। এই উদ্যোগ উত্তর ২৪ পরগণা জেলায় এই প্রথম। মূর্তির উন্মোচন করেন হালিশহর পৌরসভার পৌর প্রশাসক রাজু সাহানি। মূর্তিতে মাল্যদানের মাধ্যমে সম্মান জ্ঞাপন করেন বীজপুর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শ্রী সুবোধ অধিকারী। জাতীয় পতাকা উত্তোলন করেন শিক্ষক অসিত চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রবীর সরকার, মাধব চক্রবর্তী, খোকন তালুকদার, সোনালী সিংহ রায়, শুভঙ্কর ঘোষ, দীপঙ্কর চক্রবর্তী, প্রদীপ পুরী, দীপায়ন চক্রবর্তী, সারোয়ার আলী সহ বীজপুর তৃণমূল কংগ্রেসের সকল স্তরের নেতৃত্ববর্গ।
আজ স্বর্গীয় সাংবাদিক বরুণ সেনগুপ্তের স্মৃতিতে উদ্যোক্তাদের পক্ষ থেকে বীজপুরের বিখ্যাত সংবাদ মাধ্যম সহ সকল সংবাদ সংস্থাদের সম্মানিত করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সহ সভাপতি শিক্ষক পলাশ সাধুখা, রাজ্য কমিটির সদস্য তরুণ সাউ।

উদ্যোক্তা উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ব্যারাকপুর সাব ডিভিশনের কো-অর্ডিনেটর সায়ন্তন চক্রবর্তী, হালিসহর চক্রের সভাপতি অর্ণব তালুকদার, সুরজিৎ ঘোষ, অনির্বান রায়, রাহুল, মলি আচার্য্য জানান, আগামী ২১শে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে তারা একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। যা শিক্ষক/শিক্ষিকাদের উদ্যোগে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথমবারের জন্য হতে চলেছে। তারা আরো জানান ছাত্র/ছাত্রীদের নিয়ে তারা এবার বিশেষ কর্মসূচীর মাধ্যমে নানান কর্মকান্ড করবেন।