অবতক খবর,৪ আগস্টঃ আজ রাজ্যসভায় এক অনন্য নজির স্থাপন হল। তৃণমূলের রাজ্যসভার ৬ জন সাংসদ,যথা-দোলা সেন, মহঃ নাদিমুল হক,আবীর রঞ্জন বিশ্বাস,শান্তা ছেত্রী, অর্পিতা ঘোষ এবং মৌসম নূর। তাঁদেরকে একদিনের জন্য সাসপেন্ড করা হলো রাজ্যসভা থেকে। কারণ হিসেবে দেখানো হল- প্ল্যাকার্ড দেখানো এবং চেয়ারম্যানকে অপমান করা। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী।
এ প্রসঙ্গে তিনি বলেন,”সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেসের মুখ বন্ধ করা যাবে না, শেষ রক্তবিন্দু পর্যন্ত তৃণমূল কংগ্রেস লড়ছে এবং লড়বে। তৃণমূল কংগ্রেসের সাংসদদের মুখ বন্ধ করে কখনোই বিজেপি নিজেদের স্বেচ্ছাচারিতা চালিয়ে যেতে পারবে না।”