অবতক খবর,১০ অক্টোবর: তৃতীয়ার রাতে বর্ধমান শহরের জনবহুল পারবিহাটা এলাকায় এক মহিলা তার বাচ্চা ছেলেটি কোল থেকে হারিয়ে গিয়েছিলো। বাচ্চা ছেলেটিকে দেখতে না পেয়ে হতাশ হয়ে পড়েছিলো মহিলা।শেষমেষ বিরহাটা এলাকায় স্থানীয় এক ব্যাবসায়ী বাচ্চাটিকে দেখতে পায় বাচ্চা ছেলেটে ঘোড়াঘোড়ি করছে। ওই রাস্তার উপর দিয়ে সবসময় অসংখ্য গাড়ি ঘোড়া যাতায়াত করছে যেকনো সময় বড়সড় বিপদ ঘটতে পারে এই অসংখ্যা করেই বাচ্চা ছেলেটিকে রাস্তা থেকে সড়িয়ে নিয়ে আলাদা একটি ফাঁকা যায়গায় রাখে।তারপর ওখানে ট্রাফিকের দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ার কল্যান রায়কে খবর দেয় ওই ব্যাসায়ী সন্তোষ সেখ।তারপর ওই সিভিক ভলেন্টিয়ার বিভিন্ন জা গায় খোঁজ খবর লাগিয়ে সেই বাচ্চা ছেলেটির মায়ের খোঁজ পায়।তারপর এদিন বিরহাটায় ওই ব্যাবসায়ীক সেই বাচ্চাটিকে তার মায়ের হাতে তুলে দেয় ।মা তার সন্তান পেয়ে সন্তষ্ট হন।