অবতক খবর , শিব শংকর , বালুরঘাট :- অস্থায়ী কর্মীদের সরকারি স্বীকৃতি ৬০ বছর পর্যন্ত কাজের সুনিশ্চয়তা এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধার দাবিতে গত শনিবার থেকে অনশনে বসেছেন কলেজের অস্থায়ী অশিক্ষক কর্মীরা। বালুরঘাট কলেজের গেটের সামনে মঞ্চ বেঁধে গত শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেন তারা।
পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির দক্ষিণ দিনাজপুর জেলার কর্মী শুভঙ্কর ঘোষ জানান, দীর্ঘদিন ধরে স্থায়ীকরণের দাবি জানানো হলেও , সরকার অস্থায়ী কর্মীদের জন্য কোন ব্যবস্থা না নেওয়ার জন্য , আমাদের অনশন শুরু হয়েছে।
আজ অনশনের তৃতীয় দিন , অনশন করতে গিয়ে দুজন কর্মী অসুস্থ হয়ে পড়েছে, তাদের গ্লুকোজ জল খাইয়ে রাখা হয়েছে। এরপরেও সরকার যদি আমাদের দাবি না মানে , তাহলে অনির্দিষ্টকালের জন্য এই অনশন চলবে।