অবতক খবর :: শিলিগুড়ি ::    লকডাউনের জেরে খাদ্য সংকট দেখা দিলেও সহানুভূতিশীল মানুষের হাত সেই অভাব বুঝতে দেয়নি দুঃস্থ মানুষদেরকে। এগিয়ে এসেছে ক্ষুদ্র থেকে বৃহৎ বিভিন্ন সংগঠন,তাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী। আজ যেমন শিলিগুড়ি বিশ্বদীপ সিনেমা হলের সামনে তৃতীয় লিঙ্গ বা ট্রাসজেন্ডারদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলো নবচেতনা ওয়েলফেয়ার সোসাইটি।


সংস্থার তরফ থেকে এদিন শিলিগুড়ি এবং তার আশেপাশের অঞ্চল থেকে আসা প্রায় তিনশো জনের হাতে তুলে দেয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী। ছিলো চাল,আটা,আলু,ডাল এবং অন্যান্য সামগ্রী। সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে শিলিগুড়ির বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদা করে এই খাদ্যদ্রব্য বিতরণ করা হবে। যাতে সমস্ত ধরনের মানুষেরা এই সুবিধা পান। এদিন সোসাইটির পক্ষ থেকে সাহায্য নিতে আসা প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করা হয় এবং যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করেই সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রী পেয়ে স্বভাবতই খুশি তৃতীয় লিঙ্গের অসহায় মানুষগুলি।