স্বাধীন ভারতবর্ষে ২৭ এপ্রিল,১৯৪৯ রাজবন্দিদের মুক্তির দাবিতে সোচ্চারিত মিছিলে পুলিশের গুলিবর্ষণে শহিদ হয়েছিলেন লতিকা প্রতিভা অমিয়া গীতা কলেজ স্ট্রিট- বউবাজার ক্রসিংয়েঃ তাঁদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য

তোমাদের প্রণাম
তমাল সাহা

এক) নারীনক্ষত্রের গান

রাজবন্দিদের মুক্তি চাই—
স্লোগানে মুখরিত যখন বাতাস
তখন তোমাদের খুবই মনে পড়ে
প্রিয়মুখ আমার অর্ধেক আকাশ।

চারটি মা আমার বীরা জননী।
কখন কেন দিতে হয় জীবন বলি
গুলিবিদ্ধ শহিদ হয়ে শিখিয়ে গেলি!
অমিয়া গীতা প্রতিভা লতিকা
রক্ত ঢালে রাজপথে, ওড়ে জীবন পতাকা…
[
দুই) এই সব নারীরা

নারীরা রাজপথে তুলেছে ঢেউ সেই কবে সাতাশএপ্রিল,ঊনিশ শো ঊনপঞ্চাশ সালে।
রক্তপলাশ এখনো রং ঢালে তাদের স্মরণে
শাখায় শাখায় ডালে ডালে।

তেভাগা তেলেঙ্গানায়ও ছিল তারা
চিরকাল দিয়েছে জন্মভূমি পাহারা।

রাজবন্দিদের মুক্তি চাই—
দাবিতে আজ তারা মাতঙ্গিনী
ঘাতকের গুলিতে শহিদ রণরঙ্গিনী।

এখন অমাবস্যা কাল—
সময় চায় কাল নাগিনীর ফণা।
শাসকের বুকে ঢালুক মহাকাল বিষ
জেগে ওঠো মায়েরা আমার গরবিনী!
তোমাদের ভুলিনি, ভুলবো না।