আজ তোমাকে বিশেষ আমন্ত্রণ
জেগে ওঠো, প্রজন্ম বলে করো সম্ভাষণ!

তোমার জন্য দুটি শব্দসজ্জা
তমাল সাহা

এক )
বৃক্ষ-সূর্য

প্রতিদিন জীবন যুদ্ধ—
আজ সকালে উঠে
তুলে নাও একটি শব্দ।

আকাশ ও মাটির দিকে তাকাও
মাটিতে তিনি বৃক্ষের মতো
আকাশে তিনি সূর্যের মতো—
তিনি মানুষের কমরেড মাও।

দুই)
দূরবীন

কোথা থেকে কোথায় চলে গেছো
পেরিয়ে চীন
আজ নাকি তোমার মৃত্যুদিন!
তুমি আসলে ব্যক্তিবিশেষ নও,
সময়ের দূরবীন।

রাজপথে ব্যারিকেড, মিছিলে তুমি
অরণ্যে কারা, কাঁধে দুর্জয় রাইফেল।
তোমার উচ্চারণে সেই রাজনৈতিক ব্যারেল।

পৃথিবী এখনো ওঠেনি গড়ে
তোমার ইচ্ছে মতন।
পাশে থাকো তুমি, রইলো আমন্ত্রণ।

যে যায় চলে যাক, তুমি থেকে যাও
আমাদের সহযোদ্ধা তুমি — কমরেড মাও।