অবতক খবর :: শিলিগুড়ি :: আবার ত্রাণ তহবিলে টাকাও দেবে পুলিশ! হ্যাঁ এমনই সিদ্ধান্ত শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এক পুলিশকর্মীর।
নিজের একমাসের বেতনের ২৫ শতাংশ টাকা স্টেট এমারজেন্সি রিলিফ ফান্ডে জমা দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কর্মী বিকাশ সরকার।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসবিতে এ এস আই হিসাবে কর্মরত রয়েছেন বিকাশবাবু। বিকাশবাবু তাঁর বেতন থেকে ২৫ শতাংশ টাকা কেটে স্টেট এমারজেন্সি রিলিফ ফান্ডে জমা দেওয়ার জন্য চিঠি দিয়েছেন আধিকারিকের কাছে। বিকাশবাবুর এই মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই। এর আগেও বিভিন্ন রকম সামাজিক ও মানবিক কাজ করেছেন বিকাশবাবু। লকডাউনের সময় তিনি যেমন পথ কুকুরদের কিছু খেতে দিচ্ছেন, তেমনই গেটবাজারের ক্যারামতলা ওয়েলফেয়ারকে কিছু ত্রান সামগ্রীও দিয়েছেন তা বিতরনের জন্য। আবার এনজেপি ভোলার মোড়েও কিছু দুঃস্থ মানুষকে চালও তুলে দিয়েছেন।
যুব ভারতী ক্লাবেও ত্রান হিসাবে কিছু অর্থ সাহায্য করেছেন এই পুলিশ কর্মী। কিছুদিন আগে এক শিশুর ব্রেন টিউমার হওয়ার খবর দেখে সেই শিশুর পরিবারকেও চিকিৎসার জন্য অর্থ সাহায্যও করেছিলেন তিনি। এবার করোনার লড়াইয়ে রাজ্য সরকারের ত্রাণ তহবিলে নিজের বেতনের একটু অংশ দানের সিদ্ধান্ত নিলেন বিকাশবাবু।