অবতক খবর,৮ জুন: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল মহিলা নেত্রী শম্পা শীল। তিনি এবার এই বিপর্যয়কালে কাঁচরাপাড়া থেকে রওনা দিলেন হিঙ্গল গঞ্জে। সেখানে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। জলমগ্ন গোটা এলাকা। জল, বিদ্যুৎ, খাবার কিছুই নেই সেখানকার মানুষের কাছে।‌আর তাদের কথা ভেবেই সেখানে ত্রাণ নিয়ে পৌঁছান কাঁচরাপাড়ার তৃণমূল নেত্রী শম্পা শীল। তিনি সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি তিনি সকলের জন্য ব্যবস্থা করেন কিছু পোষাক-আশাকের।

এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন,’হিঙ্গলগঞ্জের মানুষের পরিস্থিতি খুবই খারাপ। ‌আমাদের মতো শহরাঞ্চলের মানুষরা সেখানে না গেলে বুঝতে পারবেন না যে তারা কতটা কষ্টের মধ্যে রয়েছেন। সেখানে তাদের জল নেই, বিদ্যুৎ নেই,খাবার, পোশাক-আশাক কিছুই নেই। প্রাকৃতিক দুর্যোগ তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে সবকিছু। আর এই কথা জানতে পেরেই আমি সেখানে কিছু খাদ্য সামগ্রী নিয়ে যাই যাতে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়।’