অবতক খবর,৩ আগস্ট: ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার প্রতিবাদে মঙ্গলবার রাজ্য জুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে যুব তৃনমূল কংগ্ৰেসের পক্ষ থেকে। বিভিন্ন জায়গার পাশাপাশি এই কর্মসূচিতে নেমে মুর্শিদাবাদের ভরতপুর ব্লকেও ভরতপুরঃ ১ নম্বর ব্লকের যুব সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার সকালে সিজগ্ৰাম মোড় থেকে ভরতপুরঃ ব্লক অফিস পর্যন্ত বিশাল এক বিক্ষোভ মিছিলের মাধ্যমে সর্বভারতীয় তৃনমূল কংগ্ৰেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় ভরতপুরঃ ১ নম্বর ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভরতপুর ১ ব্লক তৃণমূল যুব সভাপতি নজরুল ইসলাম, ভরতপুর পঞ্চায়েত ১ সমিতির সভাপতি আবুল হাসনাত, ভরতপুর ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আসিফুজ্জামান সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।