অবতক খবর,১০ ফেব্রুয়ারিঃ ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক ব্যানার্জি। কলকাতা বিমানবন্দরে তিনি জানান, ত্রিপুরাতে সিপিএম আমলের থেকে বেশি ক্ষতি হয়েছে শেষ পাঁচ বছরে। তিনি আরো জানান মানুষ পরিবর্তন চায় সেখানে।
বিজেপির সংকল্প পত্র নিয়ে
বারে বারেই বলেছি। লক্ষীর ভাণ্ডার, রূপশ্রী, যুবশ্রী। সব। কর্নাটকে কংগ্রেসের ইস্তাহারেও দেখেছি। ওরা শুধু বলে। আমরা করে দেখাই। বাংলার এই সব প্রকল্প নিয়ে সবাই বলছে, এটাই তো ভালো খবর। শুধু কাগজে কলমে সীমাবদ্ধ রেখে লাভ নেই।
ত্রিপুরার আসন্ন নির্বাচন নিয়ে
ত্রিপুরার মানুষ পরিবর্তন চায়। কারণ 25 বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে, এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে, পরিবর্তন এনেছিল। চার বছরে পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে। আমি মিটিং করতে যাব। কাল আমার মিটিং ভেন্যু ক্যানসেল করেছে। গাড়ি যাতে ভাড়া না দেয়, গাড়ির মালিককে ভয় দেখানো হচ্ছে। ব্যাবসা বন্ধ করে দেব, এই করে দেব, তাই করে দেব। এই যদি রাজ্যের পরিস্থিতি হয়, সেই রাজ্যে কোনো দিন উন্নয়ন আসতে পারে না। সিপিএম আমলে তমসাচ্ছণ্ণ পরিবেশ তৈরি হয়েছিল, আমি মনে করি তার থেকেই ক্ষতি বিগত পাঁচ বছরে ডবল ইঞ্জিনের নামে বিজেপি সরকার করেছে।