অবতক খবর,৯ আগস্ট,জলপাইগুড়ি: ত্রিপুরা‌য় তৃণমূল ছাত্র ও যুব নেতাদের ওপর বিজেপি কর্মী‌দের হামলার প্রতিবাদে জলপাইগুড়ি‌র রাস্তায় অবস্থান আন্দোলন শুরু করল দলিয় নেতা কর্মীরা।

অভিযোগ, সুদীপ রাহা, দেবাংশু ভট্টাচার্য ও জয়া দত্তের ওপর ত্রিপুরা‌য় নৃশংস হামলা চালিয়ে‌ছে বিজেপি। দলিয় নেতৃত্বের উপর এই বর্বোরচিত হামলার প্রতিবাদে রবিবার সকালে জলপাইগুড়ি‌র গান্ধী মোড় এলাকায় বিক্ষোভ অবস্থান করেন তৃণমূল ছাত্র পরিষদ ও যুব দলের সদস্যরা। গান্ধী মূর্তির পাদদেশে চলে এই অবস্থান। পরে টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।
তৃণমূলের জেলা যুব সভাপতি সৈকত চ‍্যাটার্জি বলেন, অভিযুক্তের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।