নিজস্ব প্রতিবেদক : অবতক খবর : বর্ধমান :     পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর দোল গোবিন্দপুর জিএসপি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ নম্বর বুথে মকপোল হওয়ার সময় হঠাৎই নির্বাচনের দায়িত্বে থাকা থার্ড পোলিং অফিসার জয় শ্রীরাম বলাকে কেন্দ্র করে চাঞ্চল্য।

থার্ড পোলিং অফিসার সৌম্যজিৎ ভট্টাচার্য মকপোল শেষে বলেন জয় শ্রীরাম সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। এই বলার পরই তৃণমূল এজেন্ট আপত্তি জানায়। এর পরই অভিযুক্ত ওই থার্ড পোলিং অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশনের তরফ থেকে আধিকারিকরা।

এরপরই ওই বুথ পরিদর্শনে যান বিদায়ী মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ। স্বপনবাবু বলেন ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তা হলো আমি সমস্ত বুথে গিয়ে জয় বাংলা বলব।