অবতক খবর :: –‌ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ও কবিগুরুর জন্মদিন উপলক্ষে শুক্রবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল মালদা মেডিক্যাল কলেজ ব্লাডব্যাঙ্কে। মালদা মিডিয়াম ক্লাব, মালদা ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের যৌথ উদ্যোগে। এদিন মোট ১০ জন রক্তদান করেন।

শুরুতে রক্তদানের তাৎপর্য তুলে ধরে ভাষণ দেন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের থ্যালাসেমিয়া ইউনিটের ভারপ্রাপ্ত আধিকারিক ডা: বি কে ঘোষ। তিনি নিজেও এই শিবিরে রক্তদান করে রক্তদানে সকলকে উদ্বুদ্ধ করেন। মিডিয়াম ক্লাবের সহ সম্পাদক তথা গ্রন্থাগারিক আশিস বাগ এদিন রক্ত দিয়ে ৭০-‌র ঘর পূর্ণ করেন। তিনি ২০ বছর বয়স থেকে রক্তদান করছেন। করোনা রুখতে ও লকডাউনের আবহের মধ্যে এবং এতবার রক্তদান করে এক নতুন দিগন্ত রচনা করেছেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত রক্তদান করে দৃষ্টান্ত গড়ে তুলতে চান তিনি।

সামাজিক দূরত্ব মেনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মালদা মিডিয়াম ক্লাবের সম্পাদক উৎপল চ্যাটার্জি, ডোনার ফোরামের সম্পাদক সৌমিত্র দত্ত প্রমুখ।