অবতক খবর,৯ নভেম্বরঃ বেলঘরিয়ায় মদন মিত্রর মুখে নন্দকুমার-প্রসঙ্গ। নন্দকুমারের সমবায় সমিতির ভোট প্রসঙ্গে বিজেপি এবং সিপিএমকে হুঁশিয়ারি মদন মিত্রের। বেলঘরিয়ায় দলীয় অনুষ্ঠানে মদন মিত্র বলেন, “বিজেপি-সিপিএম যদি মনে করে এটাকেও নন্দকুমার বানাবে, তাহলে রাস্তায় সাবধানে যাবেন। আমি থ্রেট করছি না, একটু সাবধানে রাস্তায় যাতায়াত করবেন। রাস্তায় খানা-খন্দ-বাম্পার আছে, কখন কোথায় টপকে যাবেন।” হুঁশিয়ারি কামারহাটির তৃণমূল বিধায়কের।
পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বাম-বিজেপি জয়ী হয়। ৬৩টি আসনের মধ্যে সবকটিতেই জয়ী বাম-বিজেপি জোট। নন্দকুমারের বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূলকে রুখতে সমবায় বাঁচাও মঞ্চ গড়ে ৬৩টি আসনে প্রার্থী দেয় বাম ও বিজেপি। ৪৬টি আসনে তৃণমূল প্রার্থী দিলেও পরে ৩৫ জন মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে আগেই ৫২টি আসনে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় জয়ী হয় বাম-বিজেপি জোট। গতকাল বাকি ১১টি আসনে নির্বাচন হয়। আর এই ইস্যুতেই এবার বিজেপি সিপিএমকে নিশানা করলেন মদন মিত্র।
কামারহাটির তৃণমূল বিধায়কের কথায়, “বিজেপি-সিপিএম যদি মনে করে এটাকেও নন্দকুমার বানাবে, তাহলে রাস্তায় সাবধানে যাবেন।” পাশাপাশি এই বক্তব্য হুমকি নয় বলেও মন্তব্য করেছেন মদন মিত্র। থ্রেট করছি না, তবে সাবধানে রাস্তায় চলাচল করবেন।”