অবতক খবর,২২ ফেব্রুয়ারী : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতে ভোটার তালিকার স্ক্রুটিনিতে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেখানে দেখা যাচ্ছে, লোকসভা ভোটের পর মাত্র সাত মাসে এই পঞ্চায়েতে ভোটার বেড়েছে প্রায় সাড়ে চার হাজার! শুক্রবার এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনের অন্দরে।
শুধু তাই নয়, এখানকার ভোটার তালিকায় নাম উঠেছে মুর্শিদাবাদ, মালদহ, শিলিগুড়ির মতো দূর এলাকার বাসিন্দাদের। এসব দেখে জেলার প্রশাসনিক কর্তাদের চক্ষু চড়কগাছ হওয়ার মতো অবস্থা। গোটা বিষয়টি নিয়ে বারুইপুর মহকুমা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের শীর্ষস্তর থেকেও বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু হয়েছে। বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের কাছে ওই পঞ্চায়েতের ভোটার তালিকা সংক্রান্ত রিপোর্ট চেয়েছে তৃণমূল।
সেই সঙ্গে তৃণমূলের সমস্ত জেলা নেতৃত্বকে পঞ্চায়েত বা পুরসভার ভোটার তালিকা খুঁটিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার ভোটার তালিকা নিয়ে বারুইপুর ব্লক অফিসে ও চম্পাহাটি পঞ্চায়েত অফিসে দফায় দফায় বৈঠক হয়। পঞ্চায়েতের সমস্ত সদস্যকে ডাকা হয়েছিল বৈঠকে। সূত্রের খবর, তাঁদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, প্রতি বুথে ভালো করে ভোটার তালিকা ধরে ধরে স্ক্রুটিনি করে কয়েকদিনের মধ্যেই পঞ্চায়েতে রিপোর্ট জমা দিতে হবে।