অবতক খবর,২৬ মে: কালবৈশাখী ঝড়ের সঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলাতেও। আগামী ২-৩ ঘণ্টার মধ্যে শুরু হতে চলেছে প্রবল ঝড়-বৃষ্টি।
আবার কালবৈশাখী দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টিতে কাঁপতে চলেছে জেলা। আলিপুর আবহাও দফতরের পূর্বাভাস বলছে আগামী দু-এক ঘন্টার মধ্যেই ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়বৃষ্টির দাপট দেখা যেতে পারে হাওড়া, হুগলি, নদীয়া এবং পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু এলাকাতে ।