অবতক খবর: দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। দুই-এক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ, বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি।
অন্যদিকে, রীতিমতো আতঙ্ক তৈরি করেছে উত্তরবঙ্গের পরিস্থিতি।উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। তিন জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে ১০০ মিলিমিটার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
প্রবল বৃষ্টির কারণে দার্জিলিং ও কালিম্পং এর বেশ কিছু এলাকায় ল্যান্ড স্লাইড বা ভূমিধসের সম্ভাবনা রয়েছে। জলস্তর বাড়বে তিস্তা, তোর্সা, জলঢাকা, সংকোশের মতো উত্তরবঙ্গের নদীগুলিতে।প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের নিচু এলাকা প্লাবিত হতে পারে। নিচু এলাকার শস্য ও সবজি চাষের ক্ষতি হতে পারে।