অবতক খবর: কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বিকেল বা সন্ধ্যায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। সকাল থেকে বিকেল পর্যন্ত আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে ৷ বিকেল বা সন্ধ্যার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা শহরে মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি তাপমাত্রা।গতকাল, সোমবার বিকেলে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬১ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ।
মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। আংশিক মেঘলা আকাশ জেলাগুলিতে। তাপমাত্রার সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। শুক্রবার থেকে বৃষ্টি বাড়তে পারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত চলবে। ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। উপরের পাঁচ জেলায় বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে উত্তরবঙ্গে ৷ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।
ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর প্রদেশ, গুজরাত, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। উত্তরবঙ্গ এবং সিকিম থেকে ছত্তিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বজ্রপাতের আশঙ্কা রয়েছে।