অবতক খবর: দক্ষিণেশ্বরের আড়িয়াদহে যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে ‘গুলি’। ওই যুব তৃণমূল নেতা বাইকে করে যাচ্ছিলেন। তখনই দুস্কৃতিরা তাকে টার্গেট করে গুলি চালায়। দুস্কৃতিরা গুলি চালালেও তা লক্ষ্যভ্রষ্ট হয় । বৃহস্পতিবার এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার মাঝরাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজলি খাতুনের ভাই শাহানুর হক গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রাথমিকভাবে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় শাহানুরকে। অবস্থার অবনতি হলে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। এদিন বিয়েবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন শাহানুর। রাস্তায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লেগেছে শাহানুরের পেটে। অস্ত্রোপচার করা হয়েছে শাহানুরের।
আবার গোসাবায় তৃণমূল কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে। গুলিবিদ্ধ হয়েছেন ওই তৃণমূল কংগ্রেস কর্মী। এই ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে। উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র। গোসাবা বিধানসভা এলাকার মধ্যে পাঠানখালি গ্রাম পঞ্চায়েতে গুলি চলেছে। তার জেরে সাইফুল মোল্লা আক্রান্ত হয়েছেন। ওই তৃণমূল কংগ্রেস কর্মীর আঙুলে গুলি লেগেছে। চিকিৎসার জন্য তাঁকে ভর্তি করা হয়েছে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে। গুলি চালানোর ঘটনার খবর পেয়ে গোসাবা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।
ভরসন্ধ্যায় গুলির শব্দে কেঁপে উঠল ডায়মন্ড হারবার। দুষ্কৃতীদের গুলিতে সেখানে আহত এক তৃণমূল গুলি। পায়ে গুলি লেগেছে তাঁর। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে তাঁকে। রাজ্যে পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই হিংসা আর অশান্তির ঘটনা সামনে আসছে।