অবতক খবর,২৮ ফেব্রুয়ারিঃ দক্ষিণেশ্বরে রেল বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা ষষ্ঠ বারের রেল বস্তি উচ্ছেদে আসলো রেলের কর্তৃপক্ষ ফের দক্ষিণেশ্বর রেলবস্তি উচ্ছেদ ঘিরে ধুন্ধুমার। গত ৩০শে জানুয়ারি রেলের আধিকারিকরা রেলবস্তি উচ্ছেদ করতে আসে। ফের আজ সকালে ষষ্ঠ বার এলে এলাকাবাসীরা এক জোট হয়ে বিক্ষোভ দেখতে থাকে। রেল কতৃপক্ষের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছিল যে ২৭ তারিখের মধ্যে রেলের অধীনস্থ দক্ষিণেশ্বর রেল স্টেশন সংলগ্ন জমি খালি না করে দিলে নির্দেশ অনুসারে ২৮ তারিখের মধ্যে খালি করে দেওয়া হবে গোটা এলাকা। সেই নির্দেশ জারি হতেই আজ সকাল থেকে ফের নিজেদের বাসস্থান আগলে রাখতে মরিয়া হয়ে উঠেছে এলাকাবাসীরা।
বার বার রেলের আধিকারিকরা আসছে । এলাকা থেকে উচ্ছেদের কথা বলছে ঠিকই। তবে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।
আজ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন। দক্ষিণেশ্বর রেলস্টেশন সংলগ্ন বস্তি এলাকায় ১৫জন মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে। ১৫০০ লোকের বাস। এর মধ্যে পরীক্ষা চলাকালীন এলাকা থেকে উচ্ছেদ করাকে ঘিরে রীতিমত উদ্বিগ্ন এলাকাবাসী।