অবতক খবর, সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর ::  সারা রাজ্য জুড়ে রাজ্য সরকার পেঁয়াজের মুল্যবৃদ্ধি রোধে স্বচেষ্ঠ। রাজ্যের বিভিন্ন বাজার গুলিতে চলছে নজরদারি। দক্ষিণ দিনাজপুর জেলাতেও পেঁয়াজের দাম কমতে উদ্যোগী হল দক্ষিণ দিনাজপুর জেলার জেলা প্রশাসন। সে কারনে জেলা শাসক আজ জেলার টাস্কফোর্সকে নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বিভিন্ন বাজার গুলিতে অভিযান চালান। এই অভিযানে জেলা শাসকের সাথে ছিলেন দুই অতিরিক্ত জেলা শাসক রঞ্জন কুমার ঝা এবং প্রনব ঘোষ।

এছাড়াও জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শান্তনু চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা এই অভিযানে জেলা শাসকের সঙ্গে ছিলেন। আজ জেলা শাসক বালুরঘাটের বাজার গুলিতে পেঁয়াজ সহ অন্যান্য কাঁচা সব্জীর দাম যাচাই করে। এবং জেলা শাসকের সাথেই টাস্কফোর্স দলে থাকা মেট্রোলজি দপ্তরের আধিকারিকরা বিভিন্ন দোকান গুলিতে সঠিক পরিমানে জিনিস দেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ নিতে দোকানগুলির পরিমাপক যন্ত্রটি খতিয়ে দেখেন। জানা গেছে আজ একইভাবে জেলার অন্যান্য ব্লক গুলিতে এসডিও,বিডিওরা একই রকম অভিযানে নেমেছেন। পেঁয়াজের মুল্যবৃদ্ধি রোধে জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার সাধারন মানুষ।