অবতক খবর,২২ জানুয়ারি,দক্ষিণ দিনাজপুর: কনকনে ঠাণ্ডায় কাঁপছে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলা । ইতিমধ্যেই তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। পাশাপাশি উত্তরের শীতল হাওয়ার দাপটে জুবুথুবু অবস্থা জেলাবাসীর। রাত নামতেই তাপমাত্রা আরও কমতে শুরু করছে প্রত্যহ। সন্ধ্যার পর থেকেই খুব একটা জরুরী কাজ না থাকলে রাস্তায় না বেরিয়ে বাড়িতে গরম বিছানায় ঠাই নিচ্ছেন মানুষজন।
গত সপ্তাহ থেকেই আবহাওয়ার আকস্মিক পরিবর্তন কারও কারও কাছে শীত উপভোগের আনন্দ আনলেও দক্ষিণ দিনাজপুর জেলার রাস্তার ধারে আশ্রয় নেওয়া গৃহহীন ভবঘুরে মানুষজনদের জীবনে এনেছ চরম দুর্দিন। শীত নিবারনের উপযুক্ত বস্ত্র না থাকার কারণে,এই ঠাণ্ডায় বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। জাঁকিয়ে শীত পড়লেও জেলার সুবিধাবঞ্চিত ভবঘুরে মানুষজনদের পাশে দাঁড়ানোর মতো স্বেচ্ছাসেবী কোনও সংগঠনকে দেখা যায়নি গত কয়দিনে।
শুক্রবার গভীর রাতে সামাজিক দায়বদ্ধতার দিক থেকে এলাকার সহায় সম্বলহীন ভবঘুরে মানুষজনদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিল মহকুমা প্রশাসন।
গঙ্গারামপুর মহাকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল বুনিয়াদপুর ও গঙ্গারামপুর পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রাস্তার পাশে শীতে কষ্ট পাওয়া নিরুপায় মানুষজনদের হাতে তুলে দিলেন কম্বল।
প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলাবাসী