অবতক খবর,১৪ আগস্ট: আজ ১৪ই আগস্ট, সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে কন্যাশ্রী দিবস।
আর সেই উপলক্ষে আজ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে পালিত হলো কন্যাশ্রী দিবস।
আজ দুপুরে বালুরঘাট প্রশাসনিক ভবন থেকে এবং কন্যাশ্রী দফতরের পক্ষ থেকে একটি ট্যাবলোর সূচনা করা হয়।

পাশাপাশি আজ দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের বিবেকানন্দ ভবনে অনুষ্ঠিত হয় কন্যাশ্রী দফতরের পক্ষ থেকে জেলার তিনটি শ্রেষ্ঠ কলেজ ও তিনটি শ্রেষ্ঠ বিদ্যালয়কে পুরস্কার বিতরণ।
এছাড়াও এদিন এ বছরের উচ্চমাধ্যমিকের জেলার নাম উজ্জলকারী কন্যাশ্রীকে পুরস্কৃত করে দক্ষিন দিনাজপুর জেলা কন্যাশ্রী দপ্তর।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসক বিবেক কুমার, বালুরঘাট মহাকুমার মহকুমা শাসক সুমন দাশগুপ্ত, দক্ষিণ দিনাজপুর জেলা কন্যাশ্রী দপ্তরের আধিকারিক মাথিয়াস লেপচা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।